Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ থেকে ১ টাকায় বিক্রি হচ্ছে ৩০ হাজারের মোবাইল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান 'অনর' ২৯ হাজার ৯৯৯ টাকার ‘অনর ৮ প্রো’ ফোনটি বিক্রি করবে মাত্র ১ টাকায়। পূজা উপলক্ষে বাজারে বিশাল এই অফার দিয়েছে 'অনর'।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ১ টাকার এই অফারটি শুরু হচ্ছে শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে।

এই অফারের সুযোগ পেতে হলে ‘হাইঅনার.কম’-এ রেজিস্ট্রি করতে হবে। আর ওই সময়ের আগেই লগ ইন করতে হবে। তারপর চেষ্টা করতে হবে অন্যদের আগেই ফোনটি ‘বুক’ করতে। যারা স্টক ফুরানোর আগেই ‘বুক’ করবেন, শেষ হাসি তারাই হাসবেন। তবে এই অফারটি চলবে শুধুমাত্র ভারতের বাজারে।

‘অনর ৮ প্রো’ ফোনে রয়েছে, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, ৬ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম, ৪০০০ এমএএইচের ব্যাটারি, ১২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের দু’টি রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

Bootstrap Image Preview