ছেলেটার বেড়ে ওঠার প্রথম পর্যায় সুখের ছিল না। যে অবস্থা এখন বদলেছে। অর্থনৈতিক কোনো ব্যাপার নয়, ব্যাপারটা সুস্থতা-অসুস্থতার, সমাজে বেড়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়ার। জন্মের চারদিন পর থেকে অসুস্থতা পিছু ধাওয়া করেছিল। ফলে শৈশবে রুগ্ন এবং অন্তর্মুখী হওয়ার দরুণ কারো সাথে মিশতে পারতো না। বন্ধুদের সাথে মিশতে পারে নি, খেলাধুলাতেও কেউ নিতে চায়নি। বন্ধু ছিল বই, আর বড় বন্ধু ছিল মা। সবাই বুঝেছিল এই ছেলেকে দিয়ে কিছু হবে না, শুধু মা বুঝেছিল তাকে দিয়ে হবে। অন্যরা যখন হতাশায় ছুড়ে দিয়েছে, মা তখন সামনে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।"সারাদিন অফিস করে, অন্যান্য কাজ করে সন্ধ্যায় মা তাকে পড়তে বসাতেন। তার ধরনটা ভিন্ন ছিল। সে কথা সে হয়তো ভুলতে পারবে না।মা তাঁর সবচেয়ে বড় বন্ধু ছিলেন, এখনো আছেন।"
তাই বিকেলে অন্য সবাই যখন খেলা করছে, আড্ডা দিচ্ছে; ছেলেটি তখন জুল ভার্নের 'মাইকেল ভ্রস্ট গফ" পড়ে কল্পনায় রাশিয়ার তাতার বিদ্রোহে হারিয়ে যেতো। মাইকেল এইচ হার্টের 'দ্য হান্ড্রেড' থেকে টমাস আলভা এডিসনের জীবনী পড়ে নিজের জীবনকে মেলাতে চাইত। নানা আবদার থাকে শৈশবে। ছেলেটার আবদার ছিল একটাই, "বই কিনে দাও।" গোপন শক্তি খুঁজে পেত বই পড়ার মাধ্যমে। অন্যরা যখন নানা বিষয়ে নিজেকে জাহির করত ছেলেটা তখন তার পঠিত কোনো গ্রন্থের কাহিনী বলেই আনন্দ পেত। অন্যরা যখন নানাভাবে সময় কাটিয়েছে, ছেলেটা তখন বইয়ে মুখ গুঁজে থেকেছে।
শৈশবে 'ঠাকুরমার ঝুলি' 'আরব্য রজনী' দিয়ে শুরু হয়েছিল সাহিত্য-পাঠ। তারপর আর তা থামেনি। বরং সাহিত্যের প্রতি ভালোবাসা ক্রমাগত বেড়েই চলেছে। আর একাডেমিকভাবে সাহিত্য পাঠ শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হওয়ার পর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ পেলেও ভালোবেসে বাংলাকে পাঠ্য-বিষয় হিসেবে নির্বাচন করেছিল। আসলে পড়ার ইচ্ছা ছিলো ইংরেজি সাহিত্য, সে সুযোগ পায়নি।
"ইংরেজি সাহিত্যে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু পাইনি। কিন্তু বাংলা সাহিত্যে পড়ে ভুল হয়েছে তা নয়; বরং ভালোই হয়েছে। ইংরেজি সাহিত্যে পড়লে বাংলা পড়তে পারত কিনা জানি না। কিন্তু, বাংলা পড়তে গিয়ে সে আরো অনেক সাহিত্যের সাথে সম্পৃক্ত হয়েছি; নানাভাবে ইংরেজি সাহিত্য তো পড়েছেই। সাহিত্যকে মেলাতে পেরেছে ইতিহাস, দর্শন, সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি ও নন্দনতত্ত্বের সাথে। তাই বলব বাংলা পড়ে জিতেছে। সাহিত্য তাঁর প্রিয় বিষয়, কিন্তু ইতিহাস, দর্শন, সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, মনোবিদ্যাকে বাদ দিয়ে নয়। "- বাংলা সাহিত্যে পড়া নিয়ে এই কথাগুলো বলছিল ছেলেটা।
বিশ্ববিদ্যালয়ে এসেও একই অবস্থা। আরো নতুন জগতের দেখা পেল ছেলেটা- বিভিন্ন লাইব্রেরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বসে সারাদিন নানা বিষয়ের বইয়ে মুখ ডুবিয়ে থাকতে লাগল। খোঁজ পেয়ে গেল ঢাকার অন্যান্য লাইব্রেরিগুলোর: শাহবাগের পাবলিক লাইব্রেরি, বাংলা একাডেমি লাইব্রেরি, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, রাশিয়ান কালচারাল সেন্টারসহ আরো অনেক লাইব্রেরি। নানা বিষয়ের বই এইসব লাইব্রেরিতে বসে পড়েছে ছেলেটা। সাথে দেশ-বিদেশের পত্র-পত্রিকা। বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য-ইতিহাস-দর্শন-রাজনীতি বিষয়ে লেখালেখি শুরুও বিশ্ববিদ্যালয়-জীবনের শুরু থেকে।
এসবের মাঝে প্রথম দিকের ফল প্রকাশিত হয়েছিল, ভালো করতে পারেনি। কিন্তু দমে যায় নি ছেলেটা। নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল। প্রথম হওয়ার প্রেরণা পেয়েছিল তার নিজ বিভাগের শিক্ষকদের কাছ থেকে, পরিবার থেকে, বিভাগের অগ্রজদের থেকে। শুধু পরিশ্রম হয়তোবা বৃথা যেথে পারে, কিন্তু ভালোবেসে যে পরিশ্রম করা হয় তা বৃথা যায় না। সর্বশেষ ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এ বছর স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর দুটি শ্রেণিতেই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে শিক্ষাজীবন শেষ করেছে।
এতোক্ষণ কথা বলছিলাম সোহানুজ্জামানকে নিয়ে। পিতা-মাতার দ্বিতীয় সন্তান। এ বছর শেষ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন। শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে সর্বোচ্চ স্বর্ণপদক পেয়েছে। ভালোবেসে সাহিত্য পড়তে এসেছিল, এরপর বাকীটা জীবনও সাহিত্যের সাথে সম্পৃক্ত রাখতে চাই। সাহিত্য বিষয়ে উচ্চতর গবেষণা করার ইচ্ছা আছে। নিজের মেধা ও জ্ঞানকে ব্যবহার করতে চায় দেশ ও জনগণের কল্যাণে। আর পেশা হিসেবে একটা পেশাই পছন্দের-শিক্ষকতা।