Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে মসৃণ করবেন গোড়ালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৯:২৩ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৯:২৩ PM

bdmorning Image Preview


অনেকের সারা বছরই পা ফাটে। আবার স্যান্ডেল পরার কারণে গোড়ালির অংশে ধুলাবালি ও রোদ লাগার কারণেও পা ফাটে ও বিবর্ণ হয়ে পড়ে গোড়ালি। মসৃণ ও সুন্দর গোড়ালির জন্য দুটি স্ক্রাব ব্যবহার করেত পারেন নিয়মিত। এসব স্ক্রাব গোড়ালির মরা চামড়া দূর করবে।

চিনির স্ক্রাব-
আধা কাপ চিনির সঙ্গে ১/৪ কাপ অলিভ অয়েল মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। মিশ্রণটি গোড়ালি ও পায়ে ম্যাসাজ করুন ৫ মিনিট। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন স্ক্রাবটি। মুখবন্ধ বয়ামে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে এই স্ক্রাব।

লবণের স্ক্রাব-
১ কাপ লবণের সঙ্গে আধা কাপ নারকেলের তেল মেশান। ৪ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন। গোসলের সময় মিশ্রণটি দিয়ে ঘষে নিন গোড়ালি ও পা।

Bootstrap Image Preview