ভালোবেসে বিয়ে করেছেন তূর্য ও নাবিলা। তূর্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। নতুন সংসারটি গুছিয়ে নিচ্ছেন নাবিলা। সব ঠিকঠাকই চলছে।
কিন্তু নাবিলাকে নিয়ে তূর্য বেশ চিন্তিত। কারণ নাবিলা অসম্ভব সুন্দরী। সুশিক্ষিত হওয়া সত্ত্বেও তূর্য তাকে চাকরি করতে দেয় না। এদিকে নাবিলাকে বাসায় একা রেখে তূর্য অফিসে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। নাবিলাকে হারানোর ভয় তূর্যকে দিনরাত তাড়া করে।
নাবিলা এই বিষয়টা বুঝতে পারে কিন্তু এটাকে তূর্যের ভালবাসা ভেবে সহ্য করে যায়। কিন্তু দিনদিন এই সন্দেহের মাত্রা বাড়তেই থাকে। নাবিলার প্রতিটা পদক্ষেপে সন্দেহের দৃষ্টি রাখে তূর্য।
হঠাৎ একদিন তূর্যের সাথে তার কলেজ লাইফের বন্ধু আসিফের দেখা হয়। আসিফ তার স্ত্রী রুমাকে নিয়ে তূর্যের বাসায় ডিনারের নিমন্ত্রণে আসে। আসিফ নাবিলার প্রতি খুব আগ্রহ দেখায়। নাবিলার রান্না, সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ থাকেন আসিফ। সেটি সহ্য হয় না তূর্যের। নাবিলার সঙ্গে ক্রমান্বয়ে তার সম্পর্ক খারাপ হতে থাকে।
পূজা উপলক্ষে ফ্যাক্টর থ্রি সলিউশন পরিবেশিত সেভেন টিউন এন্টারটেনমেন্ট প্রযোজিত রিফাত আদনান পাপনের এমনই গল্পে নির্মাতা নাজমুল রনি নির্মাণ করেছেন পূজার বিশেষ নাটক ‘নাটকীয় উপসংহার’। এতে স্বামী-স্ত্রী চরিত্রে হাজির হবেন জিয়াউল ফারুক অপূর্ব ও সালহা খানম নাদিয়া। নাটকটি আগামী ১৮ অক্টোবর রাত ১০ টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে।