আজব অনেক প্রেমের কাহিনি শোনা যায়। তবে প্রেমে পড়ে চাকরি ছাড়ার কথা শুনেছেন কখনো? শুনলেও কয়েদির প্রেমে কারারক্ষীর চাকরি ছাড়ার কথা হয়তো এই প্রথম শুনলেন।
জানা যায়, জেলে কয়েদিদের পাহারা দিতে গিয়ে প্রেমে পড়েছিলেন এক কয়েদির। আর সে জন্য চাকরিও ছেড়ে দেন কৃস্টি ডেভিডসন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডেইলি মেইলে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এ বছর জুলাইয়ে জেল থেকে ছাড়া পান ৩১ বছর বয়সী স্কটল্যান্ডের বাসিন্দা জেমি বান্টিং। কৃস্টি সেই সময়ে ওই জেলে কারারক্ষীর দায়িত্বে ছিলেন। ধীরে ধীরে সেখানে দুজন প্রেমে পড়েন। তাদের এই নিশ্চুপ প্রেমের বিষয়টি একটুও টের পায়নি কেউ। জেমি জেল থেকে ছাড়া পাওয়ার কিছু দিনের মধ্যেই চাকরি ছেড়ে দেন কৃস্টি। আর তখনই সন্দেহের দানা বেঁধে অনেকের মনে।
এর পর তারা বেড়াতে যান তুরস্কে। সবাই তাদের ছবি দেখে নিশ্চিত হয়ে যান জেলের মধ্যেই দুজনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। জেলে থাকাবস্থায় জেমির সঙ্গে পরিকল্পনা করেছিলেন হলিডে ট্রিপের। এর পর তাদের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।