ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে যৌন হেনস্থার প্রবণতা বাড়ছে। কাজের ক্ষেত্র হোক কিংবা নিজের ঘর অনেক জায়গায় মেয়েদের যৌন হেনস্থার শিকার হতে হয়। সারাবিশ্বে ‘#মি টু’ আন্দোলন চলছে। ফলে যৌন হেনস্থার অনেক গোপন খবর বেরিয়ে আসছে। এদিক থেকে বলিপাড়ার তারকারা বেশ সমালোচিত হচ্ছে।
সম্প্রতি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক বিমানসেবিকা। তার দাবি, অভিজিৎ তাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিলো। তার বাঁ কানে বার বার খোঁচাচ্ছিল। তবে বিমানসেবিকার এমন অভিযোগে বিস্ফোরক মন্তব্য করেছেন এই গায়ক।
তিনি বলেন, ‘মোটা এবং কুৎসিত নারীরাই এমন অভিযোগ করে থাকেন। শুধুমাত্র মিডিয়ার নজরে থাকার জন্যই এমন অভিযোগ নিয়ে হাজির হন তারা।’
উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাতি রয়েছে অভিজিতের। কখনো প্রতিবেশী নারীকে কুকথা আবার কখনো শাহরুখ খানকে খোঁচা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিজিতের বিতর্কিত মন্তব্যের কারণে বেশ কয়েকবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।