Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ঝুঁকির কথা ভেবেই ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০২:১৪ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০২:১৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. স্বপন কুমার বালা বলেছেন, 'সমস্ত ধরণের বিনিয়োগই ঝুঁকিপূর্ণ। ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে হলে ঝুঁকির কথা চিন্তা করেই বিনিয়োগ করতে হবে।'

আজ বৃহষ্পতিবার রাজধানীর হোটেল-৭১ এ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস এসোশিয়েশন আয়োজিত 'ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রাইমারি মার্কেটে বিনিয়োগের সচেনতা শীর্ষক' এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শেয়ার হোল্ডারদের মূলিক অধিকার এজিএমএ কথা বলা। আর এ অধিকার কীভাবে আদায় করবে সে বিষয়ে বিনিয়োগকারীকে সচেষ্ট থাকতে হবে। আর এর পরও প্রতিকার না পাওয়া গেলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কাছে অভিযোগ করলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনার বলেন, বিনিয়োগকারীরা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের চেয়ে ব্যাংকে বিনিয়োগ করার ক্ষেত্রে বেশি আগ্রহী থাকে। কেননা ব্যাংকে বিনিয়োগ করলে বিনিয়োগকারী ঘরে বসেই ঝুঁকিমুক্তভাবে আয় করতে পারছে। আর অপরদিকে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগে কিছুটা ঝুঁকির কথা চিন্তা করে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না।

তিনি আরো বলেন, ক্যাপিটাল মার্কেটে জেনে বুঝে ঢুকতে পারলে বিনিয়োগকারী নিজেরাও লাভবান হবেন। আর বিনিয়োগকারীর লাভবান হলে দেশের অর্থনীতিও লাভবান হবে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার এসোশিয়েশনের সভাপতি তার স্বাগত বক্তব্য বলেন, একজন বিনিয়োগকারীকে সচেতনতার সাথে বিনিয়োগ করতে হবে। একজন বিনিয়োগকারী বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে এটির প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়ে। একজন বিনিয়োগকারীকে অবশ্যই সচেতন হয়ে বিনিয়োগ করতে হবে। আর বিনিয়োগকারী সচেতনতার সাথে বিনিয়োগ করলে দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে।

স্পীকার খায়রুল বাসার বলেন, একটি কোম্পানিতে বিনিয়োগের আগে সে কোম্পানি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। যে কোম্পানিতে বিনিয়োগ করবে সে কোম্পানির কোনো আইনগত জটিলতা আছে কিনা সেসব বিষয়ে জেনে নিতে হবে। কি কি বিদ্যমান আইনের আওতায় সে বিনিয়োগ করবে সে বিষয়ে জেনে রাখা বিশেষ জরুরি।

এ সময় আলোচক আহসান উল্লাহ বলেন, কোন কোন দিক বিবেচনা করে ক্যাপিটাল মার্কেটে আমরা বিনিয়োগ করবো সে বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে। আর সচেতন বিনিয়োগই পারে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে দিতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Bootstrap Image Preview