Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাকাশ থেকে খসে পড়া পাথরটির দাম ৭৫ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


১৯৭০ সালে একটি সিরামিক প্লেট কিনেছিলেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এক বাসিন্দা। সাড়ে ছয় হাজার টাকায় ওই প্লেট কিনেছিলেন তিনি। গ্যাস ওভেনের পাশেই রাখা ছিল সেটি। পিকাসোর নকশা করা সেই প্লেটের দাম ধার্য করা হয় প্রায় ৭৫ কোটি টাকা।

খুব সামান্য জিনিস ভেবে অযত্নে ফেলে রাখা হয়েছিল। অথচ বহুমূল্যে নিলাম হয়েছে। পিকাসোর নকশা করা সেই প্লেট পাওয়া গেছে গ্যাস ওভেনের পাশে।

দরজার পাশে রাখা ছিল একটা পাথর, প্রায় ৩০ বছর। এটিকে শখেই কিনেছিলেন এক ব্যক্তি। দাম ছিল হাজার দুয়েক টাকা। পরবর্তীতে এটির দাম নির্ধারণ হলো প্রায় ৭৫ কোটি টাকা। আসলে সেটি ছিল মহাকাশ থেকে খসে পড়া ধূমকেতু বা উল্কার টুকরো মেটিওরাইট।

Bootstrap Image Preview