বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে পেন্সিল ফাউন্ডেসন এর ৫ দিনব্যাপি বর্ষপূর্তি উৎসব। একটি ফেসবুক গ্রুপ থেকে যাত্রা শুরু করে আজ তারা বাংলাদেশের শিল্প ও সাহিত্যের অন্যতম শিল্পগোষ্ঠী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫ নম্বর গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে ‘পেন্সিল ফাউন্ডেসন’ এর দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব। উৎসবটি চলবে ১৩ তারিখ পর্যন্ত।
অনুষ্ঠানটির উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হামিদুজ্জামান এবং আলোকচিত্রি রফিকুল ইসলাম। ৫ দিনব্যাপি এই আয়োজনে থাকবে আলোকচিত্র ও চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনীর অংশ হিসেবে শিশুদের জন্য থাকবে আর্ট ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও তাদের নবগঠিত প্রকাশনী ‘পেন্সিল পাবলিকেশন্স’ এর ব্যানারে প্রকাশিত ৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানটির সামগ্রিক সহায়তায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি ম্যাগাজিনও। এতে লিখেছেন দুই বাংলার অনেক প্রখ্যাত লেখকগণ। কবিতা লিখেছেন হেলাল হাফিয, রুদ্র গোস্বামীর মতো বিখ্যাত কবিরা।
উল্লেখ্য, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর, শিল্পী সাহিত্যের প্রসার, সকল পরিসরের সাহিত্যিক, আলোকচিত্রি, চিত্রশিল্পী এবং সংগীতশিল্পীদের জন্য সর্বজনীন একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে যাত্রা শুরু করে ‘পেন্সিল’। প্রথমে এটি ছিল একটি ফেসবুকভিত্তিক গ্রুপ। কিন্তু সময়ের প্রত্যাবর্তনে এখন এটি এক লক্ষ সংস্কৃতিকর্মীর একটি বিশাল পরিবার। পেন্সিল ফাউন্ডেশন এর অধীনে 'পেন্সিল' ফেসবুক গ্রুপটিকে সৃজনশীল সাহিত্য ও সংস্কৃতির চর্চায় বাংলাদেশের সবেচেয়ে আলোচিত এবং স্বনামধন্য প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে ইউরোপ-অ্যামেরিকাতেও বিস্তৃত পেন্সিলের কর্মকাণ্ড।