বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মূল মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনায় নাটক ‘ক্রীতদাসের হাসি’।
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮ এ বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী শওকত ওসমানের অনবদ্য অ্যালিগোরি অবলম্বনে ‘ক্রীতদাসের হাসি’ নাটকটি কাল মঞ্চায়িত হবে।
কথাশিল্পী শওকত ওসমানের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মঞ্চ ও টিভি অভিনেত্রী হৃদি হক এবং নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম।
মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম। সঙ্গীত পরিকল্পনা ও কন্ঠ দিয়েছেন কামরুজ্জামান রনি। আলোক পরিকল্পনা করেছেন সঞ্জীব কুমার দে, জয়নাল আবেদীন পবন। নাটকটির শিল্পালংকরণ করেছেন লিটু আনাম। নৃত্য ভঙ্গীর নির্দেশনা দিয়েছেন রায়হানুল আলম। পোষাক পরিকল্পনা করেছেন মাহমুদুল হাসান মুকুল। অভিনয়ে হৃদি হক, হাবিব বাহার, জুয়েল জহুর, কামরুজ্জামান রনি, সুতপা বরুয়া, বিশ্বজিৎ ধর, আসিব চৌধুরী সহ অনেকে।