বিভিন্ন ছবিতে বেশকিছু ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সফল অভিনেতা অমিত হাসান। নায়ক থেকে এখন খলনায়ক নানা চরিত্রে অভিনয় করেও তিনি বেশ সফল। আর এবার চলচ্চিত্রে এমপি চরিত্রে অভিনয় করছেন এক সময়ের জনপ্রিয় এই নায়ক।
গতকাল শাহীন সুমনের নতুন ছবি ‘একটু প্রেম দরকার’-এ নতুন লুকে তাকে দেখা গেল। এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে দৃশ্যটি ধারণ করেন পরিচালক ।
সেখানে দেখা যায়, একটি রাজনৈতিক মঞ্চের বিশাল সেটে মাইক্রোফোনের সামনে বক্তব্য দিচ্ছেন অমিত হাসান। নির্বাচনী প্রচারণার জন্য সমাবেশের আয়োজন করেছে নাগরিক ঐক্য পার্টি নামের একটি দল। মঞ্চটি সাজানো হয়েছে বাহারি ফুল আর রঙিন কাপড়ে । দলের নেতাকে সম্মান জানাতে নেতার পোস্টার ও ফেস্টুনে ভরিয়ে দিয়েছেন দলের কর্মীরা। মঞ্চের সামনে নেতার ভাষণ শুনতে জড়ো হয়েছেন হাজারও মানুষ। নেতার বক্তব্য শুনে সাধারণ জনগণ করতালি দিচ্ছেন। যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
শট শেষ করে অমিত হাসান এ ছবিতে তার চরিত্রের বিষয়ে বলেন, এতে একজন নেতার চরিত্রে কাজ করছি। ছবিতে আমার দলের নাম বাংলাদেশ নাগরিক ঐক্য।
আমি এই দল থেকে সামনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবো। সেখানে রাজনৈতিক এক বক্তব্য দেয়ার সময় উৎসুক জনতার ভিড়ে একটা ইট আমার মুখে মারে ছবির নায়ক শাকিব খান। কারণ, তিনি চান মিডিয়ার সামনে যেকোনোভাবে ফোকাস হতে। এমনই একটি দৃশ্যের শুটিং চলছিল। বেশ বড় বাজেটের কাজ হচ্ছে এটি। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন।
ছবিটি সম্পর্কে নির্মাতা শাহীন সুমন জানান, ‘আমি সবসময় দর্শকদের ভালো কিছু দিতে চাই। কখনই দর্শকদের ঠকাতে চাই না। আর তাই সবসময় খেয়াল করি সবসময় পর্দায় জীবন্ত উপাস্থাপন করার বিষয়টা। আর এ জন্য বেশ বড় পরিসরে আয়োজন করেছি। প্রচুর মানুষের সমাগমে একটা পরিবেশ তৈরি করা। এই সকল সব সিনেমাটি কোনও খাদ না রাখার জন্য।
নির্মাতা আরও বলেন, ‘এই ছবির সবচেয়ে ব্যয়বহুল দৃশ্য এটি। বাহিরের প্রায় এগারোশ মানুষ এখানে নিয়ে এসেছি। তাদেরকে খাওয়া দাওয়া করানো ও পারিশ্রমিক দিতে হয়েছে। এই দৃশ্যের জন্য সবমিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছি ।
শাহীন সুমন আরও জানান, প্রথম পর্যায়ের শুটিং শেষ করার পর দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে আমাদের কিছুদিন সময় লাগবে। আশা করি, আগামী মাসে আমরা দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে পারব।’
‘একটু প্রেম দরকার’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, কমল পাটেকার, শিবাশানু প্রমুখ।
এদিকে আসছে ১২ই অক্টোবর অমিত হাসান অভিনীত এবং ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি মুক্তি পাবে। এছাড়া ‘ও মাই লাভ’ ও ‘বয়ফ্রেন্ড’ নামে দুটি ছবির কাজ শেষ করেছেন তিনি। আর আসছে ২১শে অক্টোবর থেকে তিনি শুরু করবেন নতুন ছবি ‘শাহেনশাহ’। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনী।