Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরুণের সঙ্গে রোমান্স করতে চান কাজল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৭:৫৬ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ইন্ডাস্ট্রির পুরোনো ধ্যান-ধারণা ত্যাগ করে বৈচিত্র্য আনতে আজকাল একযোগে কাজ করছেন বলিউডের প্রযোজক, পরিচালক এবং স্বয়ং অভিনেতা-অভিনেত্রীরা। বেশ পরিবর্তনও এসেছে বলিপাড়ায়।

সেই সুবাদে ২০১৬ সালে ‘কি অ্যান্ড কা’ ছবিতে কারিনা কাপুর খান জুটি বাঁধেন তাঁর তুলনায় বয়সে অনেক তরুণ অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে। এদিকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে হালের সেনসেশন রণবীর কাপুর জুটি বাঁধেন সাবেক বিশ্বসুন্দরী ও জ্যেষ্ঠ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে।

সম্প্রীতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এবার এমন পরিবর্তনে নিজেকে জড়ানোর কথা তুলে ধরেছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী কাজল।

রোমান্টিক দৃশ্যে অভিনয়ের জন্য তরুণ প্রজন্মের কাকে জুটি হিসেবে বেছে নিবেন এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘হতে পারে বরুণ ধাওয়ান। সে মিষ্টি মানুষ। তার সঙ্গে কাজ করা অনেক মজার। দিলওয়ালে ছবিতে কাজ করার সময় তাঁর সঙ্গে ভালো সময় কাটিয়েছি। তাই, যদি কারো সঙ্গে রোমান্স করতেই হয়, তার সঙ্গে করব।’

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর মুক্তি পাবে কাজল অভিনীত ‘হেলিকপ্টার ইলা’। অজয় দেবগন ও জয়ন্তীলাল গাদা অব পেন ইন্ডিয়া লিমিটেডের প্রযোজনায় এবং মিতেশ শাহ’র চিত্রনাট্যে ছবিটি নির্মিত হয়েছে।

‘হেলিকপ্টার ইলা’কাজল সন্তানকে নিয়ে দিন-রাত চিন্তিত একক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। ছবিতে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা ঋদ্ধি সেন, যাঁকে কাজলের ছেলের ভূমিকায় দেখা যাবে।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন মিতেশ শাহ। প্রযোজনা করেছেন অজয় দেবগন ও জয়ন্তীলাল গাদা অব পেন ইন্ডিয়া লিমিটেড।

Bootstrap Image Preview