ছোটবেলায় ছিলো ভালো বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়িয়ে যায় প্রেমের সম্পর্কে। সবশেষে নিজের প্রিয় মানুষটির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলা হচ্ছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং তার স্ত্রী তাহিরা কাশ্যপের কথা। সম্প্রীতি নিজেদের অটুট বন্ধুত্বের প্রমাণ দিয়েছেন আয়ুষ্মান।
জানা গেছে, স্ত্রী তাহিরা কাশ্যপ ক্যানসারে আক্রান্ত হবার পর সাত দিন সাত রাত নির্ঘুম কাটিয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, একইসঙ্গে চালিয়ে যাচ্ছেন নিজ সিনেমার প্রচারণার কাজ। একদিকে স্ত্রী অসুস্থ অন্যদিকে নিজের সিনেমার প্রচারণার কাজ, সব মিলিয়ে প্রচন্ড চাপের মধ্যে সময় পার করছেন আয়ুষ্মান খুরানা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, ‘আমি একেবারে ভিন্নভাবে জীবনকে দেখতে শুরু করেছি। একজন মানুষ হিসেবে আমি অনেক সুখী, একজন মানুষ হিসেবে আমি অনেক ধৈর্য্যশীল। ছোট ছোট বিষয়গুলো আমাকে এখন বিরক্ত করে না। আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে, এদিকে সে (তাহিরা) হাসপাতালে ভর্তি। সকালে সিনেমা প্রচারের কাজ করি। আর রাতে হাসপাতালে ফিরে আসি। আমি সাত দিন সাত রাত নির্ঘুম কাটিয়েছি।
স্ত্রী তাহিরার অনুপ্রেরণাতেই ধৈর্য্যর পরীক্ষা দিতে পারছেন এমন কথা জানিয়ে ভারতীয় এ অভিনেতা, ‘আমি যা করছি এটা সহজ কোনো কাজ নয় কিন্তু তাহিরা অসুস্থ হওয়ার পর সে আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তবে আমরা খুবই ভাগ্যবান কারণ প্রাথমিক স্টেজে তাহিরার রোগ ধরা পড়েছে। এটি আমরা ইতিবাচকভাবেই দেখছি।’
গত মাসের শেষ দিকে তাহিরা তার অসুস্থতার খবর জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। তবে ক্যানসারের স্টেজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি আগে থেকে বোঝা যায় না, তাও বিশ্বাস রাখুন, নিজের জীবনের নায়িকা আপনিই। মানুষের আত্মবিশ্বাসই ঈশ্বরের মতো, আপনাকে সহ্য করার এবং পুনরুত্থানের সাহস দেয়। আত্মবিশ্বাস থাকলে এমন কিছুই নেই যা মানুষ করতে পারে না।’
উল্লেখ্য, আয়ুষ্মান-তাহিরা দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। পুত্র বিরাজবীর ২০১২ সালে জন্মগ্রহণ করে। ২০১৪ সালে জন্মগ্রহণ করে কন্যা বারুশকা।