জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল। পরিচালক হিসেবে তার নাম প্রকাশের পর থেকেই দেশের মিডিয়া ব্যক্তিত্বদের মাঝে মতভেদ দেখা যায়। তারা প্রশ্ন তোলেন, জাতির পিতাকে নিয়ে কেন বিদেশি কোন পরিচালক সিনেমা বানাবেন?
এ প্রসঙ্গে শ্যাম বেনেগাল বলেন, ‘এই প্রশ্নটার উত্তর দেয়া আমার পক্ষে সত্যিই কঠিন। কিন্তু হাতের কাছেই তো উদাহরণ আছে, ভারতের মহাত্মা গান্ধীকে নিয়ে কী অসাধারণ সিনেমাই না বানিয়েছিলেন রিচার্ড অ্যাটেনবরো। আর সেই অর্থে বাংলাদেশের কাছে আমি সেরকম কোন বিদেশি নই।’
তিনি আরো বলেন, ‘প্রশ্নটা হলো কাজটা ভালোভাবে করার যোগ্যতা আপনার আছে কি না। এক্ষেত্রে জাতির পিতাকে বাংলাদেশ যে দৃষ্টিতে দেখে সেই মর্যাদার দাম আপনি দিতে পারছেন কি না। ভারতীয় না হয়েও অ্যাটেনবরোর তো গান্ধীকে বুঝতে কোনও সমস্যা হয়নি। কাজেই আমার কাছে অন্তত এই প্রশ্নটার কোনও প্রাসঙ্গিকতা নেই। তবে মানুষ অন্যভাবে ভাবতেই পারেন সেটা তাদের বিষয়।’