Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বনির ৪১ নম্বর প্রেমিকা কৌশানী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০২:৫৯ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০২:৫৯ PM

bdmorning Image Preview


পর্দায় কেমিস্ট্রির বাইরেও তারকাদের ব্যক্তিজীবনে অনেকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওপার বাংলার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জির মধ্যেও তেমনই সম্পর্ক গড়ে উঠেছে।

তবে এটাই তাদের প্রথম প্রেম নয়, বনির আগে কৌশানীর জীবনে অন্য একজন এসেছিলেন। তার সাথে প্রেমের পাঠ চুকিয়ে বনির সঙ্গে প্রেম করছেন নায়িকা। অন্যদিকে, কৌশানীর আগে ৪০ মেয়ের সঙ্গে সম্পর্ক ছিলো বনির। সে দিক থেকে বনির ৪১ নম্বর প্রেমিকা কৌশানী।

কৌশানী মুখার্জি বলেন, আমি বনির ৪১ নম্বর প্রেমিকা। খুচরো-খাচরা মিলিয়ে আগে নাকি ওর ৪০জন প্রেমিকা ছিল! তবে সংখ্যাটি চল্লিশের বেশি যায়নি এটা আমি নিশ্চিত।

নিজের প্রেম সম্পর্কে তিনি বলেন, বনি আমার দুই নম্বর প্রেমিক। আই অ্যাম ওয়ান ম্যান উইম্যান। দেখুন, সবাইকে তো চান্স দিইনি। তবে আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি। আমার মুড অফ হলে, ডিপ্রেশন হলে আমার চারপাশের লোকেরা আপসেট হয়ে পড়ে। আমার মনে হয় অন্যের জীবনে আমি রঙ আনতে পারি। সেই পয়েন্ট অব ভিউ থেকে বলতে পারি আমি অ্যাটেনশন ভালোবাসি। ছোট থেকে বহু ছেলে অ্যাটেনশন দিয়েছে। প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু বয়ফ্রেন্ড কথাটা একজনের জন্যই ইউজ করব, যার সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা কাটাব বলে পরিকল্পনা করেছিলাম। আর এজন্য, বনি আমার দুই নম্বর প্রেমিক।

বনির সঙ্গে প্রেম নিয়ে নায়িকা বলেন, যেদিন থেকে বনির জীবনে এসেছি, আমার মনে হয় না বনি অন্য কারো প্রতি আগ্রহী। আমি ওপেন মাইন্ডেড। বনির কিছু খবর আমার কানে এসেছে। আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা খুব স্ট্রং। আমার মতো গার্লফ্রেন্ড কারো জীবনে থাকলে তার আর অন্য কারো কাছে যাওয়ার দরকার পড়ে না। কারণ ওর আর আমার লাইফে যা যা মিসিং ছিল, সেগুলো ব্যালেন্স হয়েছে বলেই আমরা একসঙ্গে রয়েছি।

Bootstrap Image Preview