আজ থেকে ১৪ বছর আগের কথা। বলিউডের তারকা অভিনেত্রী প্রীতি জিনতা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ভয়াবহ সুনামিতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। সেই ধ্বংসযজ্ঞে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন নায়িকা।
প্রীতি বলেন, ‘সুনামিতে আমি প্রায় মারা যেতে বসেছিলাম। আমি ওই সময় থাইল্যান্ডের ফুকেত উপকূলে ছিলাম। ওই দিন আমার নিকটতম বন্ধুরা সুনামিতে মারা যায়। তাদের মধ্যে আমিই কেবল বেঁচেছিলাম। স্রষ্টা তাদের আত্মাকে শান্তিতে রাখুক। এ সময়টা আমার জন্য খুব কঠিন সময় ছিল।’
তিনি আরো বলেন, ‘ওই দুর্ঘটনা থেকে বাঁচার পর আমি ভাবলাম, আমি কেন বেঁচে গেলাম? এরপর আমি ভাবলাম, আমি জীবনে বাস্তবিকভাবে যা করতে চাই, আমার তা-ই করা উচিত। এরপরই আমি আইপিএলে বিনিয়োগের সিদ্ধান্ত নিই।’