যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুর্বল পাসওয়ার্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে সেখানকার আইন প্রণয়নকারীরা। অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে খুব সহজেই অনুমান করা যায়—এমন পাসওয়ার্ড দেওয়ার বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা। অনেকেই ব্যবহার করেন ‘অ্যাডমিন’ বা ‘১২৩৪’–এর মতো সহজ পাসওয়ার্ড। এতে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিতে থাকে।
সাইবার হামলা রুখতে ২০২০ সাল থেকে ‘admin’ ও ‘1234’–এর মতো দুর্বল পাসওয়ার্ড নিষিদ্ধ করার কথা হচ্ছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হবে।
সেখানে ‘দ্য ইনফরমেশন প্রাইভেসি: কানেকটেড ডিভাইস বিল’ নামে একটি আইন পাস হয়েছে। এতে বলা হয়েছে, কোনো যন্ত্র নির্মাতাকে ডিভাইসের জন্য অনন্য পাসওয়ার্ড দিতে হবে। ওই পাসওয়ার্ড হতে হবে জটিল এবং তাতে যৌক্তিক নিরাপত্তা ফিচার থাকতে হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সাধারণত দেখা যায়, ব্যবহারকারী খুব সহজ একটি পাসওয়ার্ড দিয়ে ডিভাইস তৈরি করে বাজারে ছাড়ে। অনেক ব্যবহারকারী আর ওই পাসওয়ার্ড পরিবর্তন করেন না এবং নতুন পাসওয়ার্ড দেন না।
পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা বলছে, অনেকেই পাসওয়ার্ড হিসেবে নিজের নামের পরিবর্তে সহজে মনে রাখা যায়—এমন কিছু জনপ্রিয় নাম ব্যবহার করেন।
বিশেষজ্ঞরা বলেন, অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড হিসেবে নাম ব্যবহার না করাই ভালো। এর পরিবর্তে সংখ্যা, অক্ষর ও চিহ্ন মিলিয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করুন। সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড দেবেন না।