অল্পের জন্য ‘দ্য বেস্ট’ জেতা হয়নি৷ নেইমার ও রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফা’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড লুকা মদ্রিচ৷ তবে ব্যালন ডি’অরের জন্য সোমাবর মনোনয়ন পেলেন সিআর সেভেন৷ তিনিসহ ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’।
ফরাসি ফুটবল ম্যাগাজিনের দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের জন্য এদিন ১০ জন মনোনীত হন৷ যাঁদের মধ্যে প্রথমে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ গত দু’বছর-সহ মোট পাঁচবার এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ স্ট্রাইকার৷ আর্জেন্তাইন ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে সর্বাধিক পাঁচবার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব রয়েছেন একমাত্র রোনাল্ডোরই৷
গত কয়েক বছর ধরে কেরিয়ারের সেরা ফর্মে থাকা পর্তুগিজ ফরোয়ার্ড চলতি বছরেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে সই করেছেন৷ স্প্যানিশ ফুটবল ছেড়ে ইতালীয় ফুটবলে এখনও নিজের সেরাটা দিতে পারেননি ৩৩ বছরের পর্তুগিজ তারকা৷ মাঠের মতো মাঠের বাইরেও বেশ বিপারে পড়েছেন রোনাল্ডো৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মার্কিন মহিলা৷ তাঁর বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছেন ওই মডেল মহিলা৷
১৯৫৬ সাল থেকে বিশ্বের বর্ষসেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছে ফ্রান্সের একটি পত্রিকা৷ পুরস্কার প্রাপককে বেছে নেয় জার্নালিস্টদের একটি প্যানেল৷ ৩০ জনের তালিকাটা পরে নেমে আসবে তিনজনে। আর আগামী ৩ ডিসেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: সার্জিও আগুয়েরো, অ্যালিসন, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, এডিনসন কাভানি, থিবো কোর্তোয়া, রবার্তো ফিরমিনো, দিয়েগো গডিন, আঁতোয়ান গ্রিজমান, এডেন হ্যাজার্ড, ইসকো, হ্যারি কেন, এন’গলো কন্তে, হুগো লরিস, মারিও মানজুকিচ, সাদিও মানে, মার্সেলো, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, লুকা মডরিচ, নেইমার, জেন অবলাক, পল পগবা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইভান রাকিটিচ, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, লুইস সুয়ারেজ, রাফায়েল ভারানে।