আপনার মুখের কথাতেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য উবারের গাড়ি ভাড়া করবে গুগল অ্যাসিস্ট্যান্ট। শুধু স্মার্টফোনই নয়, গুগলের ডিজিটাল সহকারী সেবাযুক্ত যেকোনো ডিভাইস কাজে লাগিয়েই এ সুযোগ মিলবে।
এ জন্য উবার অ্যাপ চালু করা বা আশপাশে উবারের গাড়ি আছে কি না, তা-ও দেখার প্রয়োজন হবে না। স্মার্টফোন বা গুগল অ্যাসিস্ট্যান্টযুক্ত স্পিকার চালু করে ‘হেই গুগল, বুক মি অ্যান উবার’ বললেই উবার অ্যাপ চালু হয়ে যাবে।
এরপর গন্তব্যের তথ্য ও প্রয়োজনীয় বাহনের কথা উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে উবারকে জানাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। কোন স্থান থেকে যাত্রী উঠবে, সে তথ্যও জানাবে।