Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ত্রের সন্ধান দিল ছাগল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অস্ত্রের সন্ধান দিল ছাগল! মোটরভ্যানের বিচালি গাঁদার মধ্যে থরে থরে সাজিয়ে রাখাছিল অনেকগুলো এয়ারগান ও কয়েকটি দেশি রিভলবার। তিনজন ছিলেন ভ্যানে। তারা সীমান্ত দিয়ে এই অস্ত্র পাচারের চেষ্টা করছিলেন। তবে তাদের এ কাজে বাধ সাধে একটা ছাগল। আচমকা এসে ভ্যানে থাকা বিচালি খাওয়া শুরু করে দেয়। এরপরই দেখা মেলে এসব অস্ত্রের। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালি সীমান্ত এলাকার।

জানা গেছে, অস্ত্রগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে ভ্যানের মালিকসহ বাকি দু'জন স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ভ্যানটি রেখে কেটে পড়ার চেষ্টা করে। কিন্তু সেখানেই বাধল যত বিপত্তি।

ভ্যানে থাকা বিচালি খেতে শুরু করে একটি ছাগল, বেরিয়ে আসে বন্দুকের বাঁট। বিচালি সরাতেই থরে থরে সাজানো এয়ারগান বেরিয়ে আসে। এরপর অভিযুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশের জানিয়েছে, অভিযুক্তদের নাম সাগর মল্লিক, ইনসান মণ্ডল ও কিশোর বিশ্বাস। এসব অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল এবং কারা এই ঘটনায় যুক্ত রয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview