Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পশ্চিমবঙ্গের সব জেলায় মদের দোকান খুলছে সরকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫৮ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড বা বেভকোকে মদের দোকান ও পানশালা খোলার লাইন্সেস দেওয়া হবে। খবর সংবাদ প্রতিদিনের। 

এদিকে সরকারের এ সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যক্তি মালিকাধীন পানশালার মালিকরা। তাদের আশঙ্কা, সরকার নিজেই দোকান দিলে বেসরকারি ব্যবসার লাইসেন্স নবায়ন বন্ধ হয়ে যেতে পারে।

২০০৫ সালে লটারির মাধ্যমে পশ্চিমবঙ্গে ১,৪০০  মদের দোকান খোলার লাইন্সেস দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেসে। সে সময় দক্ষিণ ২৪ পরগনায় বিষাক্ত মদ খেয়ে মারা যান ১৭২ জন। এরপরই দেশি ও বিলাতি মদের দোকান খোলার লাইন্সেস দেয়া কার্যত বন্ধ করে দেয় সরকার। এবার মদের ওপর নিয়ন্ত্রণ আরোপের পথ বাদ দিয়ে সরকারই দোকান দেয়ার সিদ্ধান্ত নিল।

কর্মকর্তারা জানান, পশ্বিমবঙ্গে আবগারি জেলার সংখ্যা ২৮টি। দু’একটি জেলা ছাড়া সব জায়গায়ই সরকারি মদ কোম্পানি বেভকোর নিজস্ব অফিস ও গুদাম আছে। প্রাথমিকভাবে ওই জেলাগুলোতে মদের দোকান খোলা হবে।

Bootstrap Image Preview