অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গত পঁচিশ বছর ধরে বিএসইসি একটি শক্তিশালী পুঁজিবাজার গড়তে সক্ষম হয়েছে সেটা বলবো না। তবে একটি শক্তিশালী পুঁজিবাজারের ভিত্তি গড়ে তুলতে পেরেছে।’
আজ রবিবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
তিনি বলেন, বুক বিল্ডিং পদ্ধতিতে ইলিজিবল ইনভেস্টররা ঠিক মতো দায়িত্ব পালন করছে না। যদি এরকম চলতে থাকে তাহলে বুক বিল্ডিং পদ্ধতি সংশোধন করা হবে। নয়তো পুরো বুক বিল্ডিং পদ্ধতিই বন্ধ করে দেওয়া হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, সারাবিশ্বে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। যা বাংলাদেশেও বিদ্যমান। এরই ফলস্রুতিতে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা কাজ করেছে বিএসইসি।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আসাদুল ইসলাম বলেন, দ্রুত বড়লোক হওয়ার প্রবণতা দূর করতে হবে। একইসঙ্গে বিনিয়োগ শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করতে হবে।
উল্লেখ্য যে, গত ৮ জানুয়ারি ২০১৭ থেকে ৩০ জুন ২০১৮ পর্যন্ত প্রশিক্ষক ও বিনিয়োগকারীদের ৩৯৮টি কর্মসূচির মাধ্যমে ১৪০৪ জন প্রশিক্ষকসহ ২১৭৯৪ জন বিনিয়োগকারীকে বিনিয়োগ শিক্ষার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। কমিশন ‘সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী’ স্লোগান নিয়ে শুরু করেছে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম, যা ভবিষ্যতে তাদের ঝুঁকিমুক্ত বিনিয়োগে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুঁজিবাজার তদারকি ও উন্নয়নের জন্য নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৫ সালে এ সংস্থাটি ইন্টারন্যাশনাল ওরগানাইজেশন অফ সিকিউরিটি কমিশনের (আইএসকো) সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন।
বিনিয়োগ শিক্ষা হলো আর্থিক ব্যবস্থাপণা সম্পর্কে জ্ঞান বা সামগ্রিক ধারণা। বিনিয়োগ সম্পর্কে পরিষ্কার শিক্ষা থাকলে বিনিয়োগকারী ঝুঁকি থেকে রক্ষা পাওয়ায়ার পাশাপাশি আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যতের পরিকল্পনার সুবিধা পাবে। বিনিয়োগ শিক্ষা ছাড়া বিনিয়োগ করলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে ঝুঁকির সম্মুখীন হতে পারে। এ ধরণের চিন্তা থেকে ২০১৩ সালে আইএসকো সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কমিটি অন রিটেইল ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠা করে। আইএসকো প্রথম ২০১৭ সালে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করেন। এরই ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হয়েছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮।