Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাতাল পাখি নিয়ে বিপাকে বাসিন্দারা, হিমশিম খাচ্ছে পুলিশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মদ খেয়ে মাতাল হয়ে মানুষ অনেক সময় উচ্ছৃঙ্খল কাজ করে থাকে তাদের এই উচ্ছৃঙ্খল আচারণে অনেক সময় অতিষ্ট হয়ে যায় এলাকাবাসী অনেক সময় সেটি ঠেকাতে মাঠে নামতে হয় আইনশৃঙ্খলা বাহিনীরও তবে মাতাল মানুষ ঠেকাতে পুলিশ নামার ঘটনা অহরহ হলেও এবার মাতাল পাখি ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ আর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটার গিলবার্টে৷

গাছে গাছে ঝুলে থাকা মজে যাওয়া বেরি খেয়ে এখানকার পাখি এখন নেশায় মত্ত৷ আর পাখিদের মাতলামি সামলাতে এখন হিমশিম খাচ্ছেন এই এলাকার বাসিন্দারা৷ এমনকি, পুলিশকেও নামতে হচ্ছে মাঠে!

দৃশ্য কিন্তু সত্যিই বিরল৷ প্রতি বছর শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে অঞ্চলের পাখিরা পরিযায়ী হয়ে যায় বিশ্বের উষ্ণতর দেশগুলিতে৷ তাই ঠান্ডায় গাছে গাছে বেরি মজে গেলেও সে রসের স্বাদ পায় না পাখিরা৷

এবছর একটু আগে থেকেই বরফ পড়তে শুরু করেছে মিনেসোটায়৷ তাই ঠান্ডায় মজতে শুরু করেছে গাছে ঝুলে থাকা লাল লাল লোভনীয় বেরিগুলিও৷ এদিকে এখনও পরিযায়ী হতে শুরু করেনি পাখিরা৷ মজে যাওয়া বেরি পেটে পড়তেই তাই ঘোর লেগে যাচ্ছে নেশায়৷

আর তাতেই অদ্ভুত সব আচরণে মেতে পাখিরা৷ কখনও বাড়ির কাচের জানলায়, কখনও গাড়ির কাচে আছড়ে পড়ছে তারা, গোল গোল পাক খাচ্ছে আকাশেই৷ পাখিদের সামলাতে বাসিন্দারা হিমশিম খেলেও এমন বিরল ঘটনা তারা উপভোগও করছেন

Bootstrap Image Preview