Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালমানের আগে আমার অনেক বয়ফ্রেন্ড ছিলোঃ জেসিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:২৫ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:২৫ PM

bdmorning Image Preview


জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তাদের অন্তরঙ্গ ছবি দেখা যায়। তবে সালমানের আগে অনেক ছেলের সঙ্গে জেসিয়ার সম্পর্ক ছিলো, এমনটা নিজেই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জেসিয়া ইসলাম বলেন, সালমান মুক্তাদিরের আগে আমিও অনেক সম্পর্কে জড়িয়েছিলাম। আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। প্রেমের সম্পর্কে মেয়েরাই আধিপত্য বিস্তার করে, তারাই কুইন হয়ে থাকতে চায়। সালমান বলেছে সে অন্য ছেলের মতো নয়। আমি বার বার ওর সাথে ব্রেক আপ করতাম। শুরুর দিকে দুজনেই সম্পর্কটা চালিয়ে নিতে পারছিলাম না।

তিনি আরো বলেন, আমার একটা রাগ ছিল ওর উপর, ও (সালমান) এত ঘাড়ত্যাড়া কেন। আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। সালমান নিজেও চেয়েছিল সেটা। পরে একসময় আমার মনে হয়েছে এতে পরিবর্তন আনা দরকার। ওকেও পরিবর্তন করতে হবে এবং নিজেকেও। আমাদের সম্পর্কটাও ঠিক করতে হবে। কারণ মানুষ হিসেবে সে ভালো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ হাজির হয়েছিলেন সালমান ও জেসিয়া। ভালবাসা উইথ গুরু এহতেশাম অনুষ্ঠানে নিজেদের মধ্যে প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন তারা।

Bootstrap Image Preview