'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে অায়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন 'বিআইডব্লিউটিসি' তুলে ধরেছে তাদের সাফল্য ও সম্ভাবনার সকল তথ্য।
বৃহস্পতিবার (৪ আক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ মেলার উদ্বোধন করেন। মেলা শেষ হবে শনিবার।
ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস জানান, এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে কর্মকাণ্ড প্রদর্শন করবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিসি তাদের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরছে সাধারণ দর্শকদের মাঝে। তারা বর্তমানে ১৮৫টি জাহাজের মাধ্যমে জনসেবা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে। ফেরি সার্ভিস, প্যাসেঞ্জার সার্ভিস, কার্গো সার্ভিস ও শিপ রিপেয়ার সার্ভিসের কার্যক্রম তুলে ধরেছে তারা।
২০০৯ থেকে ১৮ সরকারের আমলে বিআইডব্লিউটিসি ৪৯টি নতুন নৌ-যান নির্মণ করে সার্ভিসে নিয়োজিত করেছে। এর মধ্যে ১৯টি ফেরি, ২টি যাত্রিবাহি জাহাজ, ১২টি ওয়াটারবাস, ২টি সি-ট্রাক, ১০টি পন্টুন, ৪টি কন্টেইনারবাহি জাহাজ, ৮টি রেকার, ৬টি ওয়েব্রিজস্কেল নির্মাণ ও সংগ্রহ করা হয়েছে। নির্মাণাধীন রয়েছে ৪টি ফেরি, ২টি অব্যান্তরীণ ও ২টি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ এবং নির্মাণ প্রক্রিয়ায় রয়েছে আরো ৫৩টি জাহাজ।
২০০৯ হতে পুনর্বাসন করা হয়েছে ৪টি রো-রো ফেরি, দুইটি কে-টাইপ ফেরি, ২টি মিডিয়াম ফেরি, ৪টি রোরো পন্টুন এবং ২টি উপকূলীয় যাত্রীবাহি জাহাজ। এ ছাড়া নতুন করে নির্মাণ করা হচ্চে ২টি অভ্যান্তরীণ ও ২টি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ, ৫টি ইমপ্রুভড কে-টাইপ ফেরি ও ২টি সিঙ্গেলল রো-রো পন্টুন।
এভাবে বিআইডব্লিউটিসি এই উন্নয়ন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের ব্যাপকভাবে তুলে ধরছে গত ১০ বছরের তাদের অগ্রগতি নিয়ে। এত দর্শকদেরও ব্যাপক আগ্রহ নিয়ে স্টলে ভিড় করতে দেখা যায়।