'পুঁজিবাজারে বিনিয়োগ করতে গেলে ঝুঁকির কথা মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। ঝুঁকি ছাড়া যারা বিনিয়োগ করতে চায় তাদের জন্য পুঁজিবাজার না। তারা ব্যাংকের সঞ্চয়পত্রে টাকা রাখবে। পুঁজিবাজারে আসতে হলে ঝুঁকির কথা মাথায় রেখেই আসতে হবে।'
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান এসব কথা বলেন।
সাইফুর রহমান আরও বলেন, 'বিনিয়োগ করেই সাথে সাথে লাভের আশা করলে চলবে না। এটা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। প্রতি মাসে বা প্রতিদিন এখান থেকে লাভ আশা করা যাবে না।'
তিনি বলেন, 'পুঁজিবাজারের ঝুঁকি কমানোর জন্য বিনিয়োগকারীদের জন্য নানা ক্যাটাগরিতে বিনিয়োগের সুবিধা রয়েছে। কোন ক্যাটাগরিতে ঝুঁকি বেশি আর কোন ক্যাটাগরিতে কম তা স্পষ্ট বলা আছে। তবে কোনো বিনিয়োগকারী যদি বুঝেশুনে ঝুঁকি নেয় সেক্ষেত্রে আমাদের করার কি।'
ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাধারণত গুজব বা তথাকথিত বড় বিনিয়োগকারীদের অনুসরণ করে থাকে যার ফলে তারা ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে। আর এরকম ঝুঁকি থেকে কীভাবে বিনিয়োগকারীদের রক্ষা করা যায় এমন প্রশ্নের জবাবে কমিশনের পরিচালক বলেন, গুজবে বিনিয়োগ না করে বিনিয়োগের বিষয়ে স্বাক্ষরতা অর্জন করতে হবে। না বুঝে বিনিয়োগ করলে ঝুঁকি কোনোভাবেই এড়ানো সম্ভব না।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ২০১৭ থেকে ৩০ জুন ২০১৮ পর্যন্ত প্রশিক্ষক ও বিনিয়োগকারীদের ৩৯৮টি কর্মসূচির মাধ্যমে ১৪০৪ জন প্রশিক্ষক্সহ ২১৭৯৪ জন বিনিয়োগকারীকে বিনিয়োগ শিক্ষার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। কমিশন ‘সচেতন বিনিয়োগ স্মৃদ্ধ আগামী’ স্লোগান নিয়ে শুরু করেছে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম, যা ভবিষ্যতে তাদের ঝুঁকিমুক্ত বিনিয়োগে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুঁজিবাজার তদারকি ও উন্নয়নের জন্য নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৫ সালে এ সংস্থাটি ‘IOSCO’ সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন।
বিনিয়োগ শিক্ষা হলো আর্থিক ব্যবস্থাপণা সম্পর্কে জ্ঞান বা সামগ্রিক ধারণা। বিনিয়োগ সম্পর্কে পরিষ্কার শিক্ষা থাকলে বিনিয়োগকারী ঝুঁকি থেকে রক্ষা পাওয়ায়ার পাশাপাশি আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যতের পরিকল্পনার সুবিধা পাওয়া যাবে। বিনিয়োগ শিক্ষা ছাড়া বিনিয়োগ করলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে ঝুঁকির সম্মুখীন হতে পারে। এ ধরণের চিন্তা ভাবনা থেকে ২০১৩ সাল থেকে IOSCO সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কমিটি অন রিটেইল ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠা করে। IOSCO প্রথম ২০১৭ সালে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করেন। আর এরই ধারাবাহিকতায় এ বছরও বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হচ্ছে।