Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রিসভায় স্বর্ণ নীতিমালা অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১০:২৩ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১০:২৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলারদের মাধ্যমে আমদানির বিধান রেখে স্বর্ণ নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে 'স্বর্ণ নীতিমালা-২০১৮'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভা কাস্টমস আইন-২০১৮ এবং জাতীয় পরিবেশ নীতি-২০১৮ এর খসড়াও অনুমোদন দিয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কোনো আলোচনা হয়নি।

মন্ত্রিপরিষদের একজন সদস্য গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, নীতিমালা অনুযায়ী 'দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট-১৯৪৭'-এর অধীনে বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানির ডিলার অনুমোদন দেবে। মনোনীত ডিলার, ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একক মালিকানাধীন কোনো অংশীদারি প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানি অনুমোদিত ডিলার হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ স্বর্ণালঙ্কারের চাহিদা পূরণে অনুমোদিত ডিলারের মাধ্যমে স্বর্ণ বার আমদানির নতুন পদ্ধতি প্রবর্তন করা হবে। অনুমোদিত ডিলার নির্বাচন করবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এজন্য তারা নীতিমালাও প্রণয়ন করবে। অনুমোদিত ডিলার সরাসরি প্রস্তুতকারী বা সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে স্বর্ণের বার আমদানি করবে এবং অলঙ্কার প্রস্তুতকারকের কাছে স্বর্ণ বিক্রি করবে। অলঙ্কার প্রস্তুত করে রফতানির সুযোগও রাখা হয়েছে নীতিমালায়।

Bootstrap Image Preview