দেশের ভূমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ কমানো এবং একই জমি অথবা ফ্ল্যাট প্রতিবার কেনা-বেচার সময় যাতে রেজিস্ট্রেশন খরচ বার বার না দিতে হয় সে বিষয়য়ে বিবেচনার জন্য এফবিসিসিআইয়ের সভায় ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
গতকাল এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ল্যান্ড-এর এক সভায় আজ এসব বিষয়ে আলোচনা করা হয়।
এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় কমিটির চেয়ারম্যান জনাব মো : এমারত হোসেনসভাপতিত্ব করেন।
সভায় ভূমি রেকর্ড সংরক্ষণের বিষয়টি আধুনিক ও যুগোপযোগী করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও যথাযথ পানি নিষ্কাশনের লক্ষ্যে খালগুলো পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আবাসন গড়ে তোলার সময় জলাশয়গুলো অপরিকল্পিতভাবে ভরাট না করার ওপরও গুরুত্ব দেয়া হয়।
আলোচকবৃন্দ ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) এর কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন। এছাড়াও তারা ভূমি উন্নয়ন বিধিমালা পরিবর্তনের অনুরোধ জানান।
কমিটির চেয়ারম্যান দেশেরভূমিব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো নির্মাণে ক্ষেত্রে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে কমিটির ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুণ অর রশিদ এবং বিভিন্ন খাত থেকে আসা ব্যবসায়ি নেতৃবৃন্দ সভায় অংশ নেন। ইএনওসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফায়সাল তখন বলেন, ইএনওসি বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
তিনি আমিরাত ন্যাশনাল অয়েল কোম্পানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলএনজি ও জেট ফিউয়েল সরবরাহ, রিফাইনারি স্থাপন, এফএসআরইউ ও স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করতে ইচ্ছা প্রকাশ করেন।