Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফোনের পুরোটা জুড়েই ডিসপ্লে, পেছনে ৪ ক্যামেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৬:৪৫ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৬:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘জেড ফাইভ প্রো’ নামে বাজারে চার রিয়ার ক্যামেরার ফোন আনছে লেনোভো।

সম্প্রতি এই ফোনটির ক্যামেরা মডিউলের ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। ছবিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট নিজেই।

লেনোভোর নতুন এই ফোনে ফ্রন্ট ক্যামেরা হবে স্লাউড আউট ডিজাইনে তৈরি। অর্থাৎ ফোনের বডি থেকে ক্যামেরা কিছুটা বের হয়ে থাকবে। পেছনের অংশে দুটি দুটি করে সমান্তরালভাবে চারটি ক্যামেরা ব্যবহৃত হয়েছে। ক্যামেরার ঠিক মাঝ খানে থাকছে এলইডি ফ্ল্যাশগান।

লেনোভোর নতুন এই ফোনের ছবির নিচে লেখা রয়েছে ‘এআই ফোর শটর্স’। বোঝা গেলে এই ফোনের ক্যামেরায় কৃত্রিম বৃদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে।

এছাড়া ফোনটির নচ থাকছে না। এটি হবে অলস্ক্রিন ডিসপ্লের ফোন। অর্থাৎ ফোনের পুরোটা জুড়েই ডিসপ্লে। এতে ফুল ভিউ রেজুলেশন পাওয়া যাবে।

লেনোভো জেড ফাইভ প্রো এই অক্টোবরেই বাজারে আসবে বলে জানিয়েছে জিএসএম এরেনা।

Bootstrap Image Preview