দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯২ পয়েন্টে। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৪০ লাখ ৩৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৩৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৪০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৮৮ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫৫০ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬২ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা।
আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৪০ লাখ ৩৮ হাজার টাকা।