রাজধানীর বিভিন্ন বাজারে মাছের দাম আকাশচুম্বী। বাজারে মাছের সরবরাহ কম থাকার অজুহাতে প্রায়শ বেশি দামে বিক্রি হয় মাছ। কিন্তু ব্যতিক্রম উত্তরার আব্দুল্লাহপুরের বড় মাছের বাজার।এখান থেকে ক্রেতারা পাচ্ছে সস্তায় টাটকা মাছ।
গ্রামাঞ্চলে মাছ সুলভ এবং দাম তুলনামূলক কম হলেও রাজধানী ঢাকায় তার উল্টো। সুলতান শাহ মৎস্য আড়ৎ নামের বাজারটি লোকজনের কাছে আব্দুল্লাহপুর মাছ বাজার নামেই পরিচিত। এ বাজারের প্রধান আকর্ষণ হলো ৫ থেকে ১২ কেজি ওজনের রুই, কাতল ও কোরাল মাছ। আরও পাওয়া যায়, ১০/১২ কেজি ওজনের চিতল ও বোয়াল আর বড় আকারের গলদা চিংড়ি।
আব্দুল্লাহপুর বেড়ি বাঁধের এই বাজারে আরও পাওয়া যায় সামুদ্রিক মাছ। বাজারটি মূলত পাইকারি মাছের আড়ৎ হলেও আশপাশের লোকজন সস্তায় টাটকা মাছ কিনতে ছুটে আসেন এই বাজারে। প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় বেচা-কেনা। সকাল ৯ থেকে ১০টার মধ্যেই শেষ হয়ে যায় এ বাজারে বিক্রি প্রক্রিয়া।আশপাশের বাজারের খুচরা ব্যবসায়ী ও ফেরি করে যারা বাসাবাড়িতে মাছ বিক্রি করেন,তারা ভোর রাতেই চলে আসেন পছন্দসই মাছ কিনতে।
আব্দুল্লাহপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুলতান শিকদার বলেন, আমাদের বাজারের সবচেয়ে ভালো দিক ফরমালিনমুক্ত মাছ। ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন নজরদারি না করলেও সমিতির পক্ষ থেকে আমরা খেয়াল রাখি কেউ যেন ফরমালিনযুক্ত মাছ বিক্রি করতে না পারে। যদি কোনো আড়ত্দার মাছে ফরমালিন মেশান, তবে সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
পাইকারি বাজারে খুচরা বিক্রির বিষয়ে সুলতান শিকদার বলেন, ‘সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী আমরা বাজারে পাইকারি মাছ বিক্রির পাশাপাশি খুচরা মাছ বিক্রি করে থাকি। যাদের বাসায় মাছ কাটার সমস্যা আছে, তারা চাইলে মাছ কেটে নিতে পারেন এখান থেকে। এখানে বড়-ছোট সব ধরনের মাছ পছন্দমতো কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে।