Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উইন্ডোজ ১০-এ মাইক্রোসফটের নতুন প্রযুক্তি!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১২:২২ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১২:২২ PM

bdmorning Image Preview


স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত রসকন ২০১৮ সম্মেলনে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে উইন্ডোজের জন্য রোবট অপারেটিং সিস্টেম (আরওএস ১) উন্মুক্ত করা হবে। পরীক্ষামূলকভাবে একে মেশিন লার্নিং (এমএল), কম্পিউটার ভিশন, ইন্টারনেট অব থিংস, ক্লাউড সেবা ও মাইক্রোসফটের অন্যান্য প্রযুক্তির মতো ফিচারগুলোকে বাড়ি, শিক্ষাক্ষেত্র ও বাণিজ্যিক রোবটে যুক্ত করার পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ওই সম্মেলনে রোবোটিস টার্টলবট ৩ রোবট প্রদর্শন করছে মাইক্রোসফট, যা উইন্ডোজ ১০ আইওটি এন্টারপ্রাইজ সলিউশনে চালিত। এটি ব্যক্তির অবস্থান শনাক্ত করতে এবং সেখানে যেতে পারে।

আরওএস মূলত ওপেন সোর্স প্রকল্প। আরওএস ইন্ডাস্ট্রিয়াল কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়ে মাইক্রোসফট আরওএস সফটওয়্যারের উন্নতি ও সক্ষমতা বাড়ানোর কাজ করছে। রোবটের উন্নতির সঙ্গে সঙ্গে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টুলস তৈরিতে কাজ করছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের ইন্টারনেট অব থিংসের (আইওটি) প্রধান সফটওয়্যার প্রকৌশলী লু আমাডিও এক ব্লগ পোস্টে লিখেছেন, আরওএস ইকোসিস্টেমের উইন্ডোজ ১০ ইন্টারনেট অব থিংস এন্টারপ্রাইজ সলিউশনের ক্ষেত্রে উন্নতির ফলে এতে ব্যবস্থাপনার সুবিধা ও নিরাপত্তা বাড়বে। আরওএস মূলত একটি লাইব্রেরি ও টুলসের বিশেষ সেট, যা জটিল রোবট তৈরিতে ব্যবহৃত হয়। উইন্ডোজ ১০ আইওটি এন্টারপ্রাইজ আইওটি ডিভাইসকে আরও নিরাপদ করবে।

আমাডিও বলেন, ‘রোবোটিকসের ক্ষেত্রে বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করছে উইন্ডোজ। এ ক্ষেত্রটিকে আরও উন্নত করতে কাজ করছে মাইক্রোসফট।’

Bootstrap Image Preview