Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, নভেম্বার ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ির দরজা খুলে খাবার চুরি করল ভালুক! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের পাহাড়ি শহর গেটলিনবার্গে হুবহু মানুষের হাতের মতো নিজের থাবা দিয়ে বন্ধ গাড়ির দরজা খুলে খাবার চুরি করল ভালুক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।পরে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা গেছে, একটি ক্ষুধার্ত ভালুক অনায়াস ভঙ্গিতে একটি গাড়ির দরজা খুলে খাবার বের করে নিল। এটি যেন তার কাছে তেমন কোনো ব্যাপারই না।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন স্থানীয় বাসিন্দা ক্যারেন সিমিংটন। তাঁর স্বামী স্টিভ গেটলিনবার্গে নিজের কর্মস্থলে ওই ভিডিওটি ধারণ করেন।

এক মিনিটেরও কম দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, খাবার খুঁজতে থাকা এক ভালুক ঘুরতে ঘুরতে একটি গাড়ির কাছে এসে থমকে দাঁড়ায়। কিছুক্ষণ খুব সম্ভবত সে গন্ধ শুঁকে খাবারের উৎস বোঝার চেষ্টা করল। গাড়ির ভেতর থেকে গন্ধটা আসছে টের পেয়ে সে সোজাসুজি গাড়ির কাছে গিয়ে পেছনের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল। আর সামনের পা দুটোকে মানুষের হাতের মতো ব্যবহার করে গাড়ির দরজা খুলে ফেলল, একদম মানুষ যেভাবে খোলে, তেমন সহজ আর অনায়াস ভঙ্গিতে, যেন বা এটি তারই গাড়ি, কীভাবে দরজা খুলতে হয় তার খুব ভালোই জানা।

এরপর দেখা যায়, ভালুকটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে গাড়ির মধ্যে খোঁজাখুঁজি করে একটি ব্যাগ বের করে আনল। এরপর কিছুই হয়নি এমন ভদ্রলোকের মতো ব্যাগটা সঙ্গে নিয়ে হাঁটা ধরল।

Bootstrap Image Preview