দেশের প্রদান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। আজ লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৭ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ার।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬.০৭ পয়েন্ট বেড়ে ৫৩৬৮.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৮৮ পয়েন্ট বেড়ে ১৮৮৯.৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯.০৫ পয়েন্ট বেড়ে ১২৩৯.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, ইফাদ অটোস, মুন্নু সিরামিকস, এ্যক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, ইনটেক লিঃ, কনফিডেন্স সিমেন্ট, শাশা ডেনিমস ও এসকে ট্রিমস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আলহাজ্ব টেক্স, এসকে ট্রিমস, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রভাতী ইন্সুঃ, সেন্ট্রাল ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং, আরামিট লিঃ, খুলনা পাওয়ার ও অগ্রনী ইন্সুঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনটেক লিঃ, ন্যাশনাল লাইফ ইন্সুঃ, বাংলাদেশ শিপিং, মিথুন নিটিং, ফাইন ফুডস, ম্যারিকো বাংলাদেশ, প্রগ্রেসিভ লাইভ ইন্সুঃ, সামিট এলায়েন্স পোর্ট, কেডিএস এক্সেসরিজ ও প্রগতি লাইফ ইন্সুঃ।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৬ টি কোম্পানির ১১ কোটি ৮ লাখ ৯ হাজার ২৮৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫১৬ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৫৩৭ টাকা।