Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ডিজিটাল বাংলাদেশ এখন কোনো গল্প নয়'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৩ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


শেখ হাসিনার ভিশন ডিজিটাল বাংলাদেশ নিছক কোনো গল্প না। আজকে আমরা যেসব প্রযুক্তির চিন্তা করছি তা আজ থেকে দশ বছর আগেও চিন্তা করেনি। বাঙালি তার প্রাণশক্তি ফিরে পাচ্ছে। এই মাটিই তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতদিন আমরা প্রযুক্তিগত ভাবে পিছিয়ে ছিলাম। আজ আমরা বাইরে থেকে প্রযুক্তি নিয়ে এসে আমাদের মত করে ব্যবহার করে উৎপাদন বাড়াতে সক্ষম।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআরআই) আয়োজিত 'ইন্সটিটিউট অব টেকনোলজি ট্রান্সফার ও ইনোভেশনের ভবন ও 'ইন্ডোর ফিশ ফার্মিং প্রজেক্ট' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর এর চেয়ারম্যান মো: ফারুক আহমেদ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের নানা নদ-নদীর পানি শুকিয়ে যাওয়ার উপক্রম ছিল। কিন্তু আজকে আমরা মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ। শহর আর গ্রামের মাঝে এখন আর তফাৎ নেই। গ্রামের যেই ছেলেটা লাঙল হাতে চাষাবাদ করতো সেই ছেলে আজ ল্যাপটপ ব্যবহার করছে। আমরা আমাদের আত্নশক্তি ফিরে পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে।

কবিতার ছলে দেশের উন্নয়নের বর্ননা দিতে গিয়ে তিনি আরো বলেন, জ্ঞান বড় সম্পদ চর্চায় বেড়ে যায়, নদীর স্রোতের মত থেমে গেলে মরে যায়। ডিজিটাল বাংলাদেশ বদলে দিচ্ছে দিন তারই বড় নিদর্শন টেলিমেডিসিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর এর খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক ড.বরুন কান্তি সাহা। অনুষ্ঠানে ‘প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবনের লক্ষ্যে বিসিএসআইআর এ ভৌত সুবিধাদি সৃষ্টি’প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন প্রকল্প পরিচালক রেজাউল করিম।এতে তিনি গত তিন বছরে প্রকল্পের নানা অর্জন ও গবেষোণার ক্ষেত্রসমূহ সম্পর্কে বর্ননা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষোণা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বলেন, টেকনোলজি সব সময় পরিবর্তন হয়। আমরা চেষ্টা করছি যে প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে সে প্রযুক্তি যাতে কম খরচের মধ্যে দিয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণের কাজে লাগতে পারে। আর সবাই যখন কোনো প্রযুক্তি কাজে লাগাতে পারে তখনই একটি উদ্যেগ সফল হয়। আমাদের দেশের যেসব শিল্প প্রতিষ্ঠান আছে তাদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যারামাউন্ট গ্রুপের প্রতিনিধি, আমার দেশ আমার গ্রাম পরিচালক রুবেল, কাউসার পারভেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যেক্তারা।

তারা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আরএস টেকনোলজি ব্যাপক দরকার। কিন্তু এর যন্ত্রাংশ বাইরে থেকে আনতে গেলে অনেক কাস্টমস জটিলতায় পড়তে হয়। তারা বলেন, এ যন্ত্রাংশকে কৃষি যন্ত্রাংশ হিসেবে অন্তর্ভুক্ত করলে এ ধরনের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে।

এছাড়াও অনুষ্ঠানে বিসিএসআইআর এর বিভিন্ন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview