Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার জব খুঁজে দেবে গুগলের ‘কর্ম’

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৮ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৮ PM

bdmorning Image Preview


চাকরী খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পরেছেন এমন যুবক-যুবতীর সংখ্যা কম নয়। ইন্টারনেট থেকে শুরু করে আশেপাশের সব কর্মস্থলে খোঁজ নিয়েও মিলছে না চাকুরী। এসব সমস্যার কথা চিন্তা করে এবং তা সমাধানের লক্ষ্যে দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সার্চ জায়ান্ট গুগলের এরিয়া ১২০ ইনকিউবেটরের পরীক্ষামূলক জব মার্কেটপ্লেস ‘কর্ম’।

গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কর্ম’ অ্যাপটির কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে এরিয়া ১২০ ইনকিউবেটরের প্রোডাক্ট লিডার ও কর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিকি রাসেল জানান, অ্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মটি মূলত ইনফরমাল চাকরির বাজারে কাজ করবে। মেশিন লার্নিং ব্যবহার করে কাজ করবে এটি। ‘কর্ম’ অ্যাপটি চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার মধ্যে সংযোগ স্থাপন করবে। এছাড়া দেশের অন্যান্য ‘জব লিস্টিং’ থেকে এই প্ল্যাটফর্মটি কিছুটা ভিন্ন। কারণ এটি নিয়মিত ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে।

‘কর্ম’ অ্যাপটির ফিচার বর্ণনা দিয়ে বিকি রাসেল জানান, গুগলের নতুন এ সার্ভিস- ইন্টারভিউ উপস্থিতি, সফল নির্বাচন, সনদ প্রদান এবং চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করে দিবে।

‘কর্ম’ অ্যাপটির যাত্রা এবং সফলতা সম্পর্কে তিনি বলেন, ‘গত বছর থেকে কর্ম পরীক্ষামূলকভাবে প্রাথমিক ব্যবহারকারীদের নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ‘কর্ম বর্তমানে অ্যাপভিত্তিক থাকলেও ভবিষ্যতে ওয়েবসাইটে ভার্সন চালু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এই মাধ্যমটিতে প্রশিক্ষণ সুবিধাসহ আরও কিছু সুবিধা যোগ করার পরিকল্পনাও রয়েছে।’

উল্লেখ্য, গুগলের এই নতুন সার্ভিস ব্যাবহার করতে পারবেন গুগলের সকল গ্রাহক। অ্যাপটি গুগলের প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Bootstrap Image Preview