Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘৫-৭ বছরের মধ্যে দেশে শতভাগ এলপি গ্যাসেই রান্না হবে'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আমরা এলপি গ্যাসের যাত্রা শুরু করি। কারণ, আমাদের দেশের সম্পদ প্রাকৃতিক গ্যাসকে যেনো সংরক্ষণ করা যায়। বিশ্বের আর কোথাও প্রাকৃতিক গ্যাস দিয়ে রান্নাবান্না হয় না। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে আমাদের দেশে শতভাগ ঘরে এলপি গ্যাস দিয়েই রান্নাবান্না হবে বলে বলে আশা ব্যক্ত করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন ‘স্বর্ণালী দিন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা, ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগ থেকে আগত পনেরো শতাধিক পরিবেশক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান। সম্মেলনে সেরা পরিবেশকসহ (২০১৭-২০১৮) অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

আহমেদ আকবর সোবহান বলেন, আজ আমরা আন্তর্জাতিক সুপারব্রান্ড হিসেবে স্বীকৃত। এই কৃতিত্ব আপনাদেরই। আমি নিজেকে ধন্য মনে করি আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে। আপনাদের সহযোগিতায় আমরা যেমন এক নম্বর হয়েছি তেমনি আপনাদের সঙ্গে নিয়েই শক্তিশালী এক অর্থনীতির দেশ গড়ে তুলবো। ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং অর্থনৈতিক পরিধির আরও ব্যাপকতা বাড়াবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব এবং সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধান করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস, মীর টি আই ফারুক রিজভি। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা ও পরিবেশকদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Bootstrap Image Preview