Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নম্বর ঠিক রেখে অপারেটর বদলাবেন যে ভাবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মাত্র ৫০ টাকা খরচ করে নম্বর ঠিক রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই এমএনপি সেবা নিতে ৩০ টাকা ফি নির্ধারিত করা হলেও তা পরিবর্তন করে ৫০ টাকা করা হয়েছে

এমএনপি সেবার লাইসেন্স পাওয়া ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন সাংবাদিকদের বলেন, আগামী অক্টোবর থেকে এমএনপি সেবা দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে অক্টোবর রাত থেকেই সিস্টেমটি শুরু হবে

বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে ঘোষণার মাধ্যমে সেবা শুরু করা হবে বলে জানান তিনি

মাবরুর বলেন, যে অপারেটরে গ্রাহক যেতে চায় সে অপারেটরকে ফি দিয়ে আবেদন করবেন আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে

গত নভেম্বরে এমএনপি সেবার লাইসেন্স পায় বাংলাদেশ স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক

Bootstrap Image Preview