Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ করতে চায়: বার্নিক্যাট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্র বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিক্যাট।

আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে তাঁর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

এ সময় তারা দু’দেশের পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন্ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বার্নিক্যাট বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আসন্ন আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। বার্নিক্যাট সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের সম্পর্কে মন্ত্রীর কাছে অবহিত হন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার বিস্তারিত উল্লেখ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য এবং জাতির বৃহত্তর স্বার্থে প্রণয়ন করা হয়েছে। বার্নিক্যাট মন্ত্রীর কাছে আইনটি সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়ার পর সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ ও আমেরিকান এম্বাসির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview