দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। প্রথম কার্যদিবসের মত আজও কমেছে সূচকের পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দাম।আজ দিনভর লেনদেনকৃত ৩৩৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমেছে ২৬৫টির, দাম বেড়েছে ৪৯টির এবং অপরিবর্তিত আছে ২৩টি কোম্পানির শেয়ার।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৭.৭০ পয়েন্ট কমে ৫৩৫৭.৫২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.৭৫ পয়েন্ট কমে ১৮৮৩.৪৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৬.৬৬ পয়েন্ট কমে ১২৩৩.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, শাশা ডেনিমস, ইফাদ অটোস, এ্যক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, নাহী অ্যালুমিনিয়াম, সায়হাম টেক্স, ন্যাশনাল হাউজিং ও আমান ফীড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সায়হাম টেক্স, রিপাবলিক ইন্সুঃ, সিএপিএম আইবিবিএল মি. ফা., তাক্কাফুল ইন্সুঃ, প্রাইম লাইফ ইন্সুঃ, নরদার্ন ইন্সুঃ, ম্যারিকো বাংলাদেশ, এআইবিএল ফার্স্ট ইসলামি মি. ফা., ডেল্টা লাইফ ইন্সুঃ ও এনএলআই ফার্স্ট মি. ফা,।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনটেক লিঃ, জনতা ইন্সুঃ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, সিনোবাংলা ইন্ডাঃ, গ্লোবাল ইন্সুঃ, কেডিএস এক্সেসরিজ, ফাইন ফুডস, প্রগতি লাইফ ইন্সুঃ, আলহাজ্ব টেক্স ও সোনারগাঁও টেক্সটাইল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৭ টি কোম্পানির ১২ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৫৬৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৮০ কোটি ৮ লাখ ৫০ হাজার ৮০ টাকা।