বলিউডের আলোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। নানা কারণেই তিনি খবরের শিরোনামে উঠে আসেন। ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখি। তিনি মরণোত্তর স্তন দানের ঘোষণা দিয়েছেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় রাখি বলেন, ‘অনেকই তাদের চোখ, কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ দান করেন। যারা দান করেন তারা অবশ্যই মহান হৃদয়ের মানুষ। আমিও দান করতে চাই। আমার কাছে দান করার জন্য বেশি কিছু নেই। আমি মরণোত্তর স্তন দান করব।’
রাখির এমন ঘোষণা তাকে আলোচনায় নিয়ে এসেছে। বেশ সমালোচিত হচ্ছেন তিনি। বিষয়টিকে অনেকেই ভালোভাবে নিতে পারেননি। এমন হাস্যকর ঘোষণা দিয়ে রাখি প্রকৃত দানকারীদের অপমান করেছেন বলে মন্তব্য করেছেন অনেকে।