মৌসুম শুরুর ঠিক আগে রিয়াল ছেড়েছেন ক্লাবের ইতিহাসে সব থেকে সফল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো৷ রিয়ালকে পর পর তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে বিদায় নিয়েছেন ক্লাবের অন্যতম সেরা কোচ জিদান৷
নতুন কোচ লোপেতেগুইকে সামনে রেখে দুই তারকার খামতি পূরণের চেষ্টায় রয়েছে স্প্যানিশ জায়ান্টরা৷ এমন পরিস্থিতিতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কৃতজ্ঞতা প্রকাশ করলেন দুই ঘরছাড়া তারকার প্রতি৷ রোনালদো ও জিদানকে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি পেরেজ এও জানান যে, রোনালদো ও জিদানের চিরকালীন ঠিকানা হয়ে থাকবে রিয়াল মাদ্রিদ৷
রিয়াল প্রেসিডেন্ট বলেন, ‘রোনালদো ক্লাবের ইতিহাসে অন্যতম স্তম্ভ হয়ে থেকে যাবে৷ ও ক্লাবের সর্বোচ্চ গোলস্কোরার৷ অ্যালফ্রেডো ডি’স্টেফানোর যথাযথ উত্তরসূরী৷ রিয়ালের সঙ্গে সর্বদা জড়িয়ে থাকবে ওর নাম৷ পরবর্তী প্রজন্ম ওর মাহাত্ম নিয়ে আলেচনা করবে নিশ্চিত৷ ক্লাবের জার্সি পরা প্রত্যেক ফুটবলারের কাছে উদাহরণ হয়ে থাকবে রোনালদো৷ এত স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ওকে ধন্যবাদ৷’
পরে জিদান প্রসঙ্গে পেরেজের বক্তব্য, ‘জিদান ক্লাবের আরও একজন কিংবদন্তি, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ক্লাবের ইতিহাসে৷ শুধু খেলোয়াড় হিসাবেই নয়, কোচ হিসাবেও ও ক্লাবের সর্বকালের সেরাদের মধ্যে একজন৷ রিয়ালের সঙ্গে জিদানের নাম উচ্চারিত হবে একসঙ্গে৷’
শেষে ফ্লোরেন্তিনো বলেন, ‘রোনালদো ও জিদান দু’জনেই জানে, ওদের চিরকালীন ঠিকানা হল রিয়াল মাদ্রিদ৷ রিয়াল সবসময় ওদের নিজের বাড়ি হয়েই থাকবে৷’