সব কিছুই যেন ঢেকে পড়েছে মাকড়সার জালে। দৈত্যের মতো বিশালাকায় কোনো মাকরসা যেন সবকিছু জাল দিয়ে ঢেকে দিয়েছে।দক্ষিণ গ্রিসের শহর আইতোলিকোর সমুদ্রতটে এ ছবি প্রায়শই দেখা যায়।
মাকড়সা দেখলেই যারা ভয়ে পালান, তাদের কাছে এ যেন দুঃস্বপ্ন! এক মাকড়সার জাল নয়, গ্রিসের ওই শহরের সি-বিচে প্রায় ১ হাজার ফুট দীর্ঘ জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে সে জাল। যেন মাকড়সারা এক সঙ্গে মিলে হামলা চালিয়েছে।
ইউটিউবে শহরের এই ছবির একটি ভিডিও পোস্ট করেছেন জিয়ানিস জিয়ানাকোপৌলস। স্ট্রেচ স্পাইডার নামে পরিচিত এই মাকড়সার পোশাকি নাম টেট্রাগনাথা এক্সটেনসা। উপকূলবর্তী এলাকাতেই এদের বসবাস।
ছোটখাটো-রোগাপাতলা চেহারার এই মাকড়সারা ডাঙার থেকে পানিতে অত্যন্ত দ্রুত গতিতে যাতায়াত করতে পারে।
মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি জানিয়েছেন, এই মাকড়সাগুলো মানুষের কোনও ক্ষতি করে না।
মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি জাবাবে জানিয়েছেন, আসলে ওই জালের আড়ালে অসংখ্য মাকড়সা তাদের যৌনক্রিয়া চালায়। মেঘের মতো সাদা জালে ছেয়ে যায় গোটা শহরের সমুদ্রতট, গাছপালা, গাড়ির ছাদ, পরিত্যক্ত বোটের গায়ে।