সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনা মামলায় পরিবহন শ্রমিকদের সাজা বৃদ্ধি ও শ্রমিক স্বার্থ বিরোধী আইনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ট্যাংলরী শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ বাঘাবাড়ী শাখা।
গতকাল রবিবার (২৩সেপ্টেম্বর) বাঘাবাড়ী অয়েল ডিপোর সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকেরা লরী বন্ধ রেখে ২ ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সভায় শ্রমিক স্বার্থ রক্ষার দাবি জানিয়ে বক্তব্য রাখেন , উত্তবঙ্গ ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক মোঃ মনির সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সড়ক দুর্ঘটনা মামলায় সাজা বৃদ্ধি, ৫ লক্ষা টাকা জরিমানার বিধান, সড়কে কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশী হয়রানীর প্রতিবাদ জানান। তারা বলেন, অয়েল ডিপোর সামনে কাগজপত্র যাচাইয়ের কথা থাকলেও তা না করে সড়কে জ্বালানী তেলবাহী ট্যাংকলরী থামিয়ে কাগজ পত্র যাচাইয়ের নামে চাঁদাবাজী সহ নানা হয়রাণী করছে পুলিশ। এছাড়াও বিআরটিএ থেকে ড্রাইভারদের লাইসেন্স দিতে নানা হরানী করছে। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান।