সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।।