Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে খানা তথ্যভান্ডার শুমারির শুভ উদ্বোধন

নাজমুল হক নাহিদ, (আত্রাই) নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৩ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৩ AM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে খানা তথ্যভান্ডার শুমারির উদ্বোধন করা হয়েছে। 

গতকাল শনিবার সকালে আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম বলেন, আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন তারা যেন তথ্য সংগ্রহকারীকে নিজ খানার নির্ভুল তথ্য দেন এবং তথ্য প্রদানে অন্যকেও উৎসাহিত করেন।

তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, আপনার খানার সকল তথ্য সংরক্ষণ করা হবে এবং কেবলমাত্র সরকারি কাজে ব্যবহৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল। 

উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ প্রশিক্ষণে ২১৯ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করে।

 

Bootstrap Image Preview