দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন সূচিকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।আজ দিনভর লেনদেনকৃত ৩৩১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯ টির, কমেছে ২৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ার।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫১.৮১ পয়েন্ট কমে ৫৪১৫.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৭৮ পয়েন্ট কমে ১৮৯৭.২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৩৫ পয়েন্ট কমে ১২৫০.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, এ্যক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, নাহী অ্যালুমিনিয়াম, ইনটেক লিঃ, শাশা ডেনিমস, ন্যাশনাল টিউবস ও আমান ফীড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল টিউবস, ফাইন ফুডস, ইউনাইটেড পাওয়ার, রিপাবলিক ইন্সুঃ, স্টাইলক্র্যাফট, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., আইসিবি অগ্রনী ১ মি. ফা., নাহী অ্যালুমিনিয়াম, এটলাস বাংলা ও প্রগতি লাইফ ইন্সুঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এভেন্স টেক্সটাইল, ইনটেক লিঃ, এমএল ডাইং, খুলনা পাওয়ার, ভিএফএস থ্রেড, প্যাসেফিক ডেনিমস, প্রাইম টেক্স, পপুলার লাইফ, এইচআর টেক্স ও সাফকো স্পিনিং।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩১ টি কোম্পানির ১৫ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৪৪৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৪২ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৫২৮ টাকা।