Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০ AM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আশরাফ (৫৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার জামগ্রাম সোনার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আশরাফ উপজেলার জামগ্রাম গ্রামের পঁচায় প্রামানিকের ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফ রবিবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের খেজুর গাছের পাতা কাটতে গাছে ওঠে। পাতা কাটার এক পর্যায়ে অসাবধানতার কারণে পাশে থাকা বিদ্যুৎতের মেইন লাইনের তারের সাথে স্পৃষ্টে বিদ্যুতায়িত হয়ে আটকে পরে। এলাকাবাসী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে সংযোগ বন্ধ করে এবং তাকে গাছের উপর থেকে মাটিতে নামিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহতের স্বজনরা জানায়, আশরাফ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। 

Bootstrap Image Preview