প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের সফল অভিনেত্রী মাহিয়া মাহি ও ডি এ তায়েব। মুক্তির মিছিলে ডাক পড়েছে ছবিটির। আগামী ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে ‘অন্ধকার জগত’।
গত শনিবার (২২ সেপ্টেম্বর) এফডিসিতে ছবিটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে মুক্তির খবর জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ছবির নায়ক ও প্রযোজক ডি এ তায়েব, চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।
অনুষ্ঠানে ছবিটির পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আমরা একটি গল্পভিত্তিক ভাল সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। এখানে প্রথমবারের মত মাহি ও ডি এ তায়েব জুটি হয়েছেন। বেশ কিছু শ্রুতিমধুর গানও আছে। ছবিটি ১৯ অক্টোবর মুক্তি দিতে চাই। আমাদের প্রত্যাশা দর্শক ছবিটি দেখে বিনোদিত হবেন।’