Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকার জন্যই সিনেমায় এসেছেন সিয়াম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৯ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৯ AM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ সিয়াম আহমেদ। প্রথম ছবিতেই বাজিমাত করে নিজেকে ব্যবসাসফল ছবির নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো দুটি সিনেমা। একটি রায়হান রাফি পরিচালিত দহন, অন্যটি তারকা নির্মাতা তৌকির আহমেদের ফাগুন হাওয়া

ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার আগে অনেকের বাঁধার সম্মুখীন হয়েছেন সিয়াম। তবে সে পরিস্থিতিতে সিয়ামের একমাত্র প্রেরণা ছিলো তার প্রেমিকা। তার কথায় নিজেকে প্রস্তুত করেছেন এই অভিনেতা, পেয়েছেন সাফল্য।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, সে (প্রেমিকা) না থাকলে আমার প্রথম ছবিটাই করা হতো না। আমার চারপাশের সবাই যখন বলেছে এখনই তোমার সিনেমায় আসা উচিত হবে না, এমনকি আমার বাবা-মাও চাননি আমি এখনই সিনেমায় আসি, সেখানে একমাত্র সে-ই আমাকে সিনেমায় আসতে সাহস যুগিয়েছে।

তিনি আরো বলেন, আমার সাফল্যে তার (প্রেমিকা) চেয়ে বেশি আর কেউ প্রাউড ফিল করবে বলে আমার মনে হয় না। কারণ আমার সাকসেসের পেছনে একটা বড় অবদানতো তারও।

নিজের প্রেমের সম্পর্কে বেশ খোলামেলা সিয়াম। অন্য তারকাদের মতো তিনি নিজের সম্পর্ক লুকানোর চেষ্টা করেন না। সিয়াম মনে করেন, শোবিজে সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা প্রেমিকার। সিয়ামের এমন কথায় হয়তো অনেক নারী ভক্তের মনে কষ্ট বাসা বাঁধতে পারে।

তাদের উদ্দেশ্যে সিয়াম বলেন, আমি শোবিজে এসেছি চার বছর হলো। আর আমি প্রেম করছি সাত বছর ধরে। মানে শোবিজের চেয়ে আমার প্রেমের বয়স বেশি। আমার ভক্তদের আহত হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমার ভক্তরা আমার সম্পর্কে বহু আগে থেকেই জানেন। আর এসব জেনেই তারা আমাকে ভালোবাসেন। এটিই মূলত আসল ভালোবাসা। আর এই নিয়েতো তারা গর্ব বোধ করবে যে অন্তত একজন আছেন, যিনি সম্পর্ক নিয়ে ফ্রি মাইন্ডেড। কোনো মিথ্যার আশ্রয় নেয় না।

Bootstrap Image Preview